ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
‘ময়না’ গানে নতুন রূপ

বুবলীর গ্ল্যামার নিয়ে অপুর খোঁচা

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / 720

অপু বিশ্বাস-বুবলী

চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন সিনেমার বাইরের এক নতুন অভিজ্ঞতা নিয়ে। প্রথমবারের মতো একটি একক মিউজিক ভিডিওতে নাচলেন তিনি। গানটির নাম ‘ময়না’, যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

ঢাকার এফডিসিতে বিশাল সেটে আয়োজন করে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে আগামী ২৪ জুলাই ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল এবং নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক আকাশ সেন।

গানচিল এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় নাচের গান প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ‘ময়না’ গানটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

বুবলী জানালেন, “এটা একেবারে ভিন্ন অভিজ্ঞতা। সিনেমায় অনেক গানে নেচেছি, কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করা আমার প্রথম। পুরো গানটাই পার্টি মুডের, একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজ পারফরম্যান্সের মতো একটা গান আমারও থাকা উচিত ছিল। সেই চিন্তা থেকেই এ কাজে অংশ নেওয়া।”

গানের গীতিকার আসিফ ইকবাল বুবলীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বুবলী আসছে ময়না হয়ে, ময়না নাচবে, ময়না নাচাবে।” এর আগে তিনি জীবনের একটি ছবির ক্যাপশনে লিখেছিলেন, “জীবন কি আসলে বদলায়?” এবং ছবির ওপর লেখা ছিল “আগুন লাগাইয়া বুকে কই পালালি।”

‘ময়না’ গানে নতুন রূপে বুবলী
‘ময়না’ গানে নতুন রূপে বুবলী

অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, “বুবলী জনপ্রিয় একজন নায়িকা। তার সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যখন গানটি হাতে আসে, তখনই অনুভব করলাম—এমন একটি কাজের অংশ হওয়া উচিত।”

শিল্পী কোনাল বলেন, “আসিফ ভাইয়ের আগের লেখা গানগুলো ছিল রোমান্টিক ধাঁচের। কিন্তু ‘ময়না’ সম্পূর্ণ ভিন্ন। তিনি আমাকে গানটা শোনানোর পর এক কথায় রাজি হয়ে যাই। চমৎকার নাচের গান, আর বুবলী এতে পারফর্ম করায় আরও আকর্ষণ বেড়েছে।”

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি বলেন, “চেষ্টা করেছি আনন্দময় ও নাচনেওয়ার মতো একটি ভিডিও তৈরি করতে।”

এদিকে, শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস বলেছেন নায়িকা বুবলী তো আমার সাথে সারাদিন খোঁচাখুচিতেই ব্যস্ত থাকেন। তিনি কি সত্যিই এক গ্লামারাস? তবে তার নতুন মিউজিক ভিডিওর জন্য শুভ কামনাও জানিয়েচেন অপু বিশ্বাস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ময়না’ গানে নতুন রূপ

বুবলীর গ্ল্যামার নিয়ে অপুর খোঁচা

সর্বশেষ আপডেট ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা শবনম বুবলী এবার হাজির হচ্ছেন সিনেমার বাইরের এক নতুন অভিজ্ঞতা নিয়ে। প্রথমবারের মতো একটি একক মিউজিক ভিডিওতে নাচলেন তিনি। গানটির নাম ‘ময়না’, যেখানে তার সঙ্গে পারফর্ম করেছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

ঢাকার এফডিসিতে বিশাল সেটে আয়োজন করে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি ‘বাংলা অরিজিনালস’-এর প্রথম গান হিসেবে আগামী ২৪ জুলাই ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী কোনাল এবং নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর-সংগীত করেছেন কলকাতার সংগীত পরিচালক আকাশ সেন।

গানচিল এর আগেও ‘লোকাল বাস’, ‘বিয়াইন সাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’র মতো জনপ্রিয় নাচের গান প্রকাশ করে প্রশংসা কুড়িয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ‘ময়না’ গানটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

বুবলী জানালেন, “এটা একেবারে ভিন্ন অভিজ্ঞতা। সিনেমায় অনেক গানে নেচেছি, কিন্তু শুধুমাত্র মিউজিক ভিডিওতে কাজ করা আমার প্রথম। পুরো গানটাই পার্টি মুডের, একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজ পারফরম্যান্সের মতো একটা গান আমারও থাকা উচিত ছিল। সেই চিন্তা থেকেই এ কাজে অংশ নেওয়া।”

গানের গীতিকার আসিফ ইকবাল বুবলীর একটি ছবি শেয়ার করে লিখেছেন, “বুবলী আসছে ময়না হয়ে, ময়না নাচবে, ময়না নাচাবে।” এর আগে তিনি জীবনের একটি ছবির ক্যাপশনে লিখেছিলেন, “জীবন কি আসলে বদলায়?” এবং ছবির ওপর লেখা ছিল “আগুন লাগাইয়া বুকে কই পালালি।”

‘ময়না’ গানে নতুন রূপে বুবলী
‘ময়না’ গানে নতুন রূপে বুবলী

অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, “বুবলী জনপ্রিয় একজন নায়িকা। তার সঙ্গে একটি নাচের গানে পারফর্ম করা আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যখন গানটি হাতে আসে, তখনই অনুভব করলাম—এমন একটি কাজের অংশ হওয়া উচিত।”

শিল্পী কোনাল বলেন, “আসিফ ভাইয়ের আগের লেখা গানগুলো ছিল রোমান্টিক ধাঁচের। কিন্তু ‘ময়না’ সম্পূর্ণ ভিন্ন। তিনি আমাকে গানটা শোনানোর পর এক কথায় রাজি হয়ে যাই। চমৎকার নাচের গান, আর বুবলী এতে পারফর্ম করায় আরও আকর্ষণ বেড়েছে।”

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। তিনি বলেন, “চেষ্টা করেছি আনন্দময় ও নাচনেওয়ার মতো একটি ভিডিও তৈরি করতে।”

এদিকে, শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস বলেছেন নায়িকা বুবলী তো আমার সাথে সারাদিন খোঁচাখুচিতেই ব্যস্ত থাকেন। তিনি কি সত্যিই এক গ্লামারাস? তবে তার নতুন মিউজিক ভিডিওর জন্য শুভ কামনাও জানিয়েচেন অপু বিশ্বাস।