ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাম ভাঙিয়ে চাঁদা দাবি, টাঙ্গাইলে জিডি করেছেন টুকু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সর্বশেষ আপডেট ০৬:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 107

সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম  ব্যবহার করে চাঁদা দাবির ঘটনায় টুকু নিজেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর থানায় টুকু চাঁদাবাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল পৌর এলাকায় জালাল উদ্দীন চাকলাদার নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি নজরে আসার পর টুকু থানায় লিখিতভাবে অভিযোগ করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও জিডি করেছেন।

ওসি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি টুকুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

ভুক্তভোগী জালাল উদ্দীন জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতে তার কাছে টাকা দাবি করেন। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। পরে তিনি টুকুকে বিষয়টি জানান, এবং টুকু তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। টাঙ্গাইলে চাঁদাবাজ নির্মূলে কাজ করছেন এবং প্রশাসনকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছেন। তিনি মনে করেন, এই ঘটনা তার সুনাম ও জনগণের আস্থা নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র। তিনি প্রশাসনের কাছে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলে চাঁদাবাজি ও নানাভাবে চাঁদার অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাম ভাঙিয়ে চাঁদা দাবি, টাঙ্গাইলে জিডি করেছেন টুকু

সর্বশেষ আপডেট ০৬:৫০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম  ব্যবহার করে চাঁদা দাবির ঘটনায় টুকু নিজেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর থানায় টুকু চাঁদাবাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল পৌর এলাকায় জালাল উদ্দীন চাকলাদার নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিদেশি একটি নাম্বার থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি নজরে আসার পর টুকু থানায় লিখিতভাবে অভিযোগ করেন। একই ঘটনায় জালাল উদ্দীনও জিডি করেছেন।

ওসি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি টুকুর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই করা হয়েছে।

ভুক্তভোগী জালাল উদ্দীন জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতে তার কাছে টাকা দাবি করেন। পাঁচ ঘণ্টার মধ্যে টাকা না দিলে মব সৃষ্টি ও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বিষয় ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। পরে তিনি টুকুকে বিষয়টি জানান, এবং টুকু তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, তিনি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। টাঙ্গাইলে চাঁদাবাজ নির্মূলে কাজ করছেন এবং প্রশাসনকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাপ দিচ্ছেন। তিনি মনে করেন, এই ঘটনা তার সুনাম ও জনগণের আস্থা নষ্ট করার জন্য একটি ষড়যন্ত্র। তিনি প্রশাসনের কাছে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগে টাঙ্গাইলে চাঁদাবাজি ও নানাভাবে চাঁদার অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।