নান্দনিক গলে নাটকীয় পঞ্চম দিনের অপেক্ষা
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 246
শ্রীলঙ্কার গল শহরের সৌন্দর্য এমনই যে সেখানে পা রাখলে এক ধরনের প্রশান্তি ভর করে। আরব সাগরের গর্জন, গল ফোর্টের ইতিহাস, আর ইউনেস্কোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য—সব মিলিয়ে এখানকার ক্রিকেট মাঠ যেন কেবল খেলার নয়, এক অবিস্মরণীয় অভিজ্ঞতারও অংশ।
বাংলাদেশ দলও এবার এমন এক অভিজ্ঞতার মধ্যেই আছে। গল টেস্ট এখন নাটকীয় মোড়ে। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের পর যখন ড্র’র গন্ধ পাওয়া যাচ্ছিল, তখন চতুর্থ দিনে হঠাৎই ম্যাচে উত্তেজনার সঞ্চার।
নাঈম হাসানের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে অলআউট করে বাংলাদেশ পায় ৪৮৫ রানের জবাব দেওয়ার সুযোগ। সেখান থেকে শুরু হয় দ্বিতীয় ইনিংস। অনেকেই আশঙ্কা করেছিলেন অতীতের মতো আবার ব্যাটিং বিপর্যয় দেখা দেবে। তবে ওপেনার সাদমান ইসলাম ও শান্ত মিলে গড়ে তোলেন দৃঢ় ভিত। বিশেষ করে সাদমান খেলেছেন দারুণ এক ইনিংস, যদিও শতকের দেখা পাননি—৭৬ রানে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান।
মাঠের পরিস্থিতিও নাটকীয়—চতুর্থ দিনেই দেখা মিলেছে বল টার্ন করার। এমন পিচে শেষ দিনে যদি লঙ্কানদের সামনে স্পিন আক্রমণ সাজিয়ে দেন নাজমুল হোসেন শান্ত, তবে বাংলাদেশ জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারে। শেষ দিন শুরু হবে বাংলাদেশের ১৮৭ রানের লিড থেকে, হাতে রয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি, এমনকি নাঈম-তাইজুলের মতো ব্যাটিং সহায়ক লোয়ার অর্ডারও।
এখন প্রশ্ন—নাজমুল হোসেন কি পঞ্চম দিনে আক্রমণাত্মক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ জয়ের জন্য ঝাঁপাবেন, নাকি নিরাপদ পথ বেছে নেবেন? শরীরী ভাষা দেখে অন্তত মনে হচ্ছে, বাংলাদেশ লড়বে জয় তুলে আনতেই।
গল টেস্ট তাই কেবল মাঠের লড়াই নয়, এটি হয়ে উঠেছে ক্রিকেট রোমাঞ্চের জীবন্ত দৃষ্টান্ত—যেখানে প্রকৃতি, ইতিহাস ও খেলাধুলা একত্র হয়ে তৈরি করছে এক অপূর্ব ক্যানভাস।
































