ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাজমুল পদত্যাগ না করলে সব খেলা বয়কট :কোয়াব

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 49

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সমস্ত ক্রিকেট ম্যাচ এবং কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি ) অনলাইনে এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচ তথা দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।

বলেন, ‘নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। তাই তার পদত্যাগ দাবি করছি। আগামীকাল দুপুর ১টার মধ্যে পদত্যাগ না হলে ক্রিকেটাররা খেলায় নামবেন না।’

তিনি আরও বলেন, ‘তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দেওয়ার ঘটনাসহ ক্রমাগত মন্তব্য ক্রিকেট অঙ্গনকে ব্যথিত করেছে। আমরা বোর্ডকে বহুবার সময় দিয়েছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাজমুল পদত্যাগ না করলে সব খেলা বয়কট :কোয়াব

সর্বশেষ আপডেট ১০:৩১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সমস্ত ক্রিকেট ম্যাচ এবং কার্যক্রম বন্ধ রাখার আল্টিমেটাম দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফায়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বুধবার (১৪ জানুয়ারি ) অনলাইনে এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের প্রথম ম্যাচ তথা দুপুর ১টার মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ থাকবে।

বলেন, ‘নাজমুল ইসলামের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক। তাই তার পদত্যাগ দাবি করছি। আগামীকাল দুপুর ১টার মধ্যে পদত্যাগ না হলে ক্রিকেটাররা খেলায় নামবেন না।’

তিনি আরও বলেন, ‘তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দেওয়ার ঘটনাসহ ক্রমাগত মন্তব্য ক্রিকেট অঙ্গনকে ব্যথিত করেছে। আমরা বোর্ডকে বহুবার সময় দিয়েছি, কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাইনি। এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।