নাজমুলের পদত্যাগ না হলে মাঠে নামবেন না ক্রিকেটাররা
- সর্বশেষ আপডেট ০৪:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 51
দেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে মাঠে নামার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচটি গুরুতর কারণ তুলে ধরে তারা এই অবস্থান প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিসিবি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল ইসলামের অপসারণের লিখিত নিশ্চয়তা না দিলে খেলা বন্ধের দায় ক্রিকেটারদের থাকবে না। পাঁচটি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির অবস্থান, এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি, নারী ক্রিকেটে সুযোগ-সুবিধার বিষয়, এবং ক্রিকেটারদের সম্মান রক্ষা।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘মাঠে যাওয়ার শর্ত একটাই—বিসিবি নিশ্চিত করবে, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুল বোর্ডে থাকবেন না। যদি না হয়, খেলা বন্ধের দায় আমাদের নয়।’
এরপরও, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা মিরপুরে দুপুরের ম্যাচে উপস্থিত হননি। বিপিএলের ঢাকা পর্ব শুরু অনিশ্চিত হয়ে পড়েছে।
বিসিবি আজ নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, যার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি ক্রিকেটারদের সহায়তায় বিপিএলের চূড়ান্ত পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।



































