ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক-অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সর্বশেষ আপডেট ০৩:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 157

সীমান্তে মাদক-অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। সন্দেহ হলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার ইয়াবা ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক-অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

সর্বশেষ আপডেট ০৩:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবা ও একটি রামদাসহ তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

রোববার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।

আটক তিনজন হলেন—মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা কক্সবাজারের উখিয়ার এফডিএমএন ক্যাম্প-১-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ জুন) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় মিয়ানমার সীমান্ত পেরিয়ে তিন ব্যক্তি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। সন্দেহ হলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৩৪ হাজার ইয়াবা ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম (পিএসসি) জানান, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান রোধে বিজিবির সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।