নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে মিয়ানমারের যুবকের পা বিচ্ছিন্ন
- সর্বশেষ আপডেট ০৮:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 221
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে চিকিৎসার জন্য বাংলাদেশের সীমান্ত অতিক্রমের সময় স্থলমাইন বিস্ফোরণে তংচংগ্যা (১৯) নামে এক মিয়ানমারের যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ সোমবার বিকেল চারটার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৩৫ নম্বর পিলারের কাছে মিয়ানমারের অভ্যন্তরে চাকমার কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক মিয়ানমারের রাখাইন রাজ্যের মিডাক গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, তিনি রাখাইন রাজ্য থেকে চিকিৎসার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। মিয়ানমারের সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মির পুঁতে রাখা একটি স্থলমাইনের ওপর পা দিলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাম পা ঘটনাস্থলেই বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা রোধে সীমান্ত অঞ্চলে ব্যাপকভাবে স্থলমাইন পুঁতে রাখা হচ্ছে। ফলে সীমান্তবর্তী এলাকায় প্রায়ই মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাশরুরুল হক বলেন, “আহত যুবক মিয়ানমারের নাগরিক। চিকিৎসার জন্য বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিস্ফোরণে তিনি আহত হয়েছেন।”
উল্লেখ্য, এর আগে গেল রবিবার জামছড়ি সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আরাফাতুল ইসলাম (১৭) নামে এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
































