নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ১ লাখ ইয়াবা জব্দ
- সর্বশেষ আপডেট ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 102
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তসংলগ্ন চিকন পাতাঝিরি পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস.এম. কফিল উদ্দিন কায়েস জানান, গোপন তথ্যের ভিত্তিতে জারুলিয়াছড়ি বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক জোন সদর দপ্তরে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
এ ছাড়া একই দিনে পৃথক অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা থেকে ১৭ লিটার বাংলা মদ, একটি অটোরিকশা ও তিনজন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটককৃতরা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।



































