নরসিংদীর বাঁশগাড়ী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
- সর্বশেষ আপডেট ১১:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 706
নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার (০৯ জুন) বাঁশগাড়ী কলেজ প্রাঙ্গণে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও বাঁশগাড়ী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ড. প্রফেসর জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান সরকার, মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন কামরুল, বাঁশগাড়ী কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য ও সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুর রহমান সরকার, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. সাজ্জাদ হোসেন, বাঁশগাড়ী কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান আবুলী, বৌয়াকুড় মাদ্রাসার শিক্ষা সচিব হযরত মো. আব্দুর রশিদ আহমেদ, বাঁশগাড়ী নিউ মডেল হাই স্কুলের সভাপতি প্রকৌশলী মোসলেহ উদ্দিন কামাল, বাঁশগাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালমা রহমান, চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জসিম উদ্দিন, মেঘনারচর থানা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এড. জসিম উদ্দিন আহমেদ, মেঘনারচর থানা বাস্তবায়ন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সেক্রেটারি বশির আহম্মদ মোল্লা, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বাংলাদেশ হাঙ্গার প্লাসের মহাব্যবস্থাপক সৈয়দ আমির উল্লাহ, কলেজ পরিচালনা কমিটির সদস্য আওয়ালাদ হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক শারমিন আক্তার।
অনুষ্ঠানে বাঁশগাড়ী কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম ও এইচএসসি পরীক্ষার বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয়।






































