শিরোনাম
নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
- সর্বশেষ আপডেট ১২:১০:১১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / 44
নরসিংদীতে লংকা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নরসিংদীর মাধবদী কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় লংকা বাংলা ফাইন্যান্স নরসিংদী শাখা ব্যাবস্থাপক শামীম মাহমুদ এবং মাধবদী কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।’
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং লংকাবাংলা ফাইন্যান্স নরসিংদী শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।





































