নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 409
নরসিংদীতে রাসেল মিয়া (৪২) নামের এক জেল পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল মিয়া নরসিংদী সদর থানার পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে। তিনি একাধিক মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় তিনি পালিয়ে যান এবং আত্মগোপনে থাকেন।
র্যাব জানায়, রাসেল মিয়া মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে শহরের আল্লাহু চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নরসিংদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
































