নরসিংদীতে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ
- সর্বশেষ আপডেট ১১:০১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / 127
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মোট ৫৮ জনের মধ্যে ১২ জন শহীদ ও ৪৬ জন আহত পরিবারের জীবিকা উন্নয়নে সহায়তা হিসেবে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ।
আজ মঙ্গলবার সকালে নরসিংদী জেলা পরিষদ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ওহাব রাশেদ এর সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী নূর ই ইলহাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, তারা আমাদের গণতন্ত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। শহীদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের এ ত্যাগকে স্মরণ করে সমাজে ন্যায় ও সাম্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সেলাই মেশিন শুধু একটি উপহার নয়, বরং পরিবারের স্বাবলম্বিতা অর্জনের এক মাধ্যম।” সেলাই মেশিন হাতে পেয়ে শহীদ ও আহত পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হন। তাঁরা অনেকে বলেন, এ উদ্যোগ তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি মুনিয়া রহমান মনিকা , জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া, জেলা পরিষদ উচ্চমান সহকারী সাইদুর রহমান, জেলা পরিষদ উচ্চমান সহকারী আবুল হাসেম, জেলা পরিষদ সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ অফিস সহকারী শাহানারা আক্তার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।
































