নরসিংদীতে কৃষক দলের দোয়া মাহফিল ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ
- সর্বশেষ আপডেট ১২:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 47
বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ৩ হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী জেলা কৃষক দলের উদ্যোগে ৩ হাজার অসহায় দরিদ্র শীর্তাথ মানুষের জন্য এই কর্মসূচির গ্রহণ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী নরসিংদী জেলা কৃষক দলের আহবায়ক সাবেক ভিপি শফিকুল ইসলাম আপেল এর সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য সচিব বাবু দীপক বর্মন প্রিন্স ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম জুয়েল এর যৌথ সঞ্চালনায় দুটি কর্মসুচি গ্রহণ করা হয়।
প্রথম পর্বে মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি খায়রুল কবির খোকন। দ্বিতীয় পর্বে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক,সাবেক এমপি,অগ্নিকন্যা এড. শিরিন সুলতানা।
এ সময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল ও সহসভাপতি বিজি রশিদ নওশের, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, জেলা বিএনপির গনশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদুল হোসেন চৌধুরী সুমন, নরসিংদী কলেজ এর সাবেক জিএস শরিফ আহমেদ, সাবেক ছাত্রদল নেতা আকরাম হোসেন । এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি নেতা জাকারিয়া কবির, জেলা মহিলা দল সেক্রেটারী ছালমা আক্তার স্বপনা, জেলা যুবদলের সহসভাপতি আলমগীর হোসাইন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা জিসাস সভাপতি শাহাদৎ হোসেন স্বপন, জেলা মহিলা দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মাসুদা আক্তার জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শিপলু সরকার, জেলা মহিলা দল সাবেক সহসভাপতি ও জিসাস সহসভাপতি ডা: বিউটি সরকার, রায়পুরা পৌরসভা কৃষক দলের নেতা রুবেল মিয়া প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন নরসিংদী শহর উলামা দলের আহবায়ক মুফতি আল আমিন।
খায়রুল কবির খোকন বলেন, তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও গণতন্ত্র রক্ষায় তাঁর আপোষহীন ভূমিকার কথা স্মরণ করেন। ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য ফ্যাসিস শেখ হাসিনা দায়ী, তাকে মেরে ফেলার জন্য শেখ হাসিনার নির্দেশে মিথ্যা মামলা দিয়ে জেলা খানায় আটক রেখে তার খাবারের সাথে বিষক্রীয়া মিশিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় বেগম খালেদা জিয়াকে। একজন গৃহবধূ হয়েও বাংলাদেশের মানুষকে বার বার রক্ষা করেছেন বেগম খালেদা জিয়া।
যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই তিনি বাংলাদেশের হাল ধরেছেন। দেশনেত্রীর সৃজনশীল চিন্তা,দেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণে খালেদা জিয়ার ভূমিকা এবং হিংসা প্রতিহিংসার রাজনীতি না করে বেগম খালেদা জিয়া মানবিক এবং গণতান্ত্রিক চিন্তা চর্চাকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি তিনি মানবিক বোধের একজন মহীয়সী সকলের নেত্রী ছিলেন। বেগম খালেদা জিয়ার বিদায় বেলায় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী তাকে সম্মানের সাথে বিদায় জানিয়েছেন। সর্বস্তরের শিশু-কিশোরদের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা করে ছিলেন বেগম খালেদা জিয়া।’
তিনি আরো বলেন, ‘বেগম জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান তার নেতৃতে দেশের জনগনের ভোটে সরকার গঠন করার লক্ষ্যে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের মার্কায় এ নির্বাচনে দেশের জনগন ভোট দিয়ে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে আরো শক্তি শালী করবে। প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে কঠিন ভুমিকা রেখে দেশেকে অনেক দুর এগিয়ে নিয়ে যাবে।’
































