ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে কর্মচারীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৭:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 138

নরসিংদীর হাজীপুরে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি সদর উপজেলার বৌবাজার এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে ঘটে।

নিহত মোজাম্মেল (৩০) রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি হাজীপুরের মধ্যপাড়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন কাউছার মিয়া ও রাকিব নামে দুইজন তার পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই কাউছারের হাতে থাকা দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে কোপ দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় মোজাম্মেলকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মার্কেট সূত্রে জানা গেছে, নিহত মোজাম্মেল ও কাউছার একই মার্কেটের শামীম মিয়া ও সুমন মিয়ার দোকানে কর্মরত ছিলেন। দোকান দুটি পাশাপাশি হওয়ায় তারা একে অপরের পরিচিত ছিলেন। কিছু দিন আগে দোকানে পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়, যা ধীরে ধীরে মনোমালিন্যে পরিণত হয়।

নিহতের বাবা চাঁন মিয়া জানান, “আমার ছেলে সিএন্ডবি রোডের একটি দোকানে কাজ করতেন। সকাল দশটার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। তার কাছ থেকে কেউ কোনো টাকা-পয়সা বা অন্য কোনো বিরোধ ছিল না। কেন তাকে হত্যা করা হলো, তা আমি বুঝতে পারছি না। আমি চাই, তার হত্যাকারীকে শাস্তি দেওয়া হোক।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোজী সরকার বলেন, “আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।”

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, “ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। লাশ সুরাহাতাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে কর্মচারীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা

সর্বশেষ আপডেট ০৭:০২:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

নরসিংদীর হাজীপুরে বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে এক দোকান কর্মচারীকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি সদর উপজেলার বৌবাজার এলাকার মদিনা ওয়ার্কশপের সামনে ঘটে।

নিহত মোজাম্মেল (৩০) রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি হাজীপুরের মধ্যপাড়া গ্রামের খোকন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং সিএন্ডবি রোডের চৌধুরী মার্কেটের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন কাউছার মিয়া ও রাকিব নামে দুইজন তার পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই কাউছারের হাতে থাকা দা দিয়ে মোজাম্মেলের ঘাড়ে কোপ দিয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় মোজাম্মেলকে স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মার্কেট সূত্রে জানা গেছে, নিহত মোজাম্মেল ও কাউছার একই মার্কেটের শামীম মিয়া ও সুমন মিয়ার দোকানে কর্মরত ছিলেন। দোকান দুটি পাশাপাশি হওয়ায় তারা একে অপরের পরিচিত ছিলেন। কিছু দিন আগে দোকানে পানি ছিটানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়, যা ধীরে ধীরে মনোমালিন্যে পরিণত হয়।

নিহতের বাবা চাঁন মিয়া জানান, “আমার ছেলে সিএন্ডবি রোডের একটি দোকানে কাজ করতেন। সকাল দশটার দিকে বাড়ি থেকে বের হয়েছিল। তার কাছ থেকে কেউ কোনো টাকা-পয়সা বা অন্য কোনো বিরোধ ছিল না। কেন তাকে হত্যা করা হলো, তা আমি বুঝতে পারছি না। আমি চাই, তার হত্যাকারীকে শাস্তি দেওয়া হোক।”

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রোজী সরকার বলেন, “আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।”

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, “ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে। লাশ সুরাহাতাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে।”