নরসিংদীতে উৎসাহ-উদ্দীপনায় দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত
- সর্বশেষ আপডেট ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 196
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর ছয়টি উপজেলায় দিনব্যাপী কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত কাব কার্নিভাল পরিদর্শন ও মনিটরিং করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিকী, আঞ্চলিক উপ-কমিশনার মো. ইস্রাফিল, জেলা স্কাউটস কমিশনার মো. আলতাফ হোসেন, জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, সহ-সভাপতি এস এম আবদুল খালেক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র রায়, সহযোগী সদস্য বিজি রশিদ নওশের, সহকারী কমিশনার আবদুস সবুর, শাহরুখ ইশতিয়াক খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মো. আকরাম সরকার, সদর উপজেলা স্কাউটস কমিশনার মো. আ. গফুর মোল্লা এবং সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

একই ধরনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে রায়পুরা উপজেলার সেরাজনগর পাইলট উচ্চ বিদ্যালয়, পলাশ উপজেলার রাবান বিলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর উপজেলার শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বেলাব উপজেলার বেলাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মনোহরদী উপজেলার মনোহরদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে।
উল্লেখ্য, কাব কার্নিভাল হচ্ছে কাব স্কাউটিংয়ের একটি বিশেষ প্যাক মিটিং। এটি আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক ও প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। কাব কার্নিভালের মাধ্যমে শিশুরা বালতিতে বল ছোড়া, ভারসাম্য রক্ষা, এক পায়ে দৌড়, ঘোড়দৌড়, তীর নিক্ষেপ, টার্গেট হিট, রিং ছোড়া, বোতলে পানি ভরাসহ নানা ধরণের সৃজনশীল ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।






































