ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের আহ্বান

সিনিয়র প্রতিবেদক, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১০:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / 78

নরসিংদীতে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের আহ্বান

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহীর নেতৃত্বে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শ্রম অফিসের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে বিএনপি রাজপথে থাকবে। “হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ” স্লোগানে তারা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, সদস্য মোজাম্মেল হক সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামালসহ অন্য নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের আহ্বান

সর্বশেষ আপডেট ১০:২৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকন ও সাধারণ সম্পাদক আলহাজ মনজুর এলাহীর নেতৃত্বে মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শ্রম অফিসের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সহসভাপতি ভিপি খবিরুল ইসলাম বাবুলের তত্ত্বাবধানে জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে বিএনপি রাজপথে থাকবে। “হটাও আওয়ামী লীগ, বাঁচাও দেশ” স্লোগানে তারা জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে অংশ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভুইয়া, সদস্য মোজাম্মেল হক সরকার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খান, তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামালসহ অন্য নেতারা।