নভেম্বরে গণভোট চায় জামায়াত
- সর্বশেষ আপডেট ০৩:২৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 117
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আমরা কোনো জটিলতা চাই না। গণভোট আগে হতে হবে। আগামী নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়া যাতে সহজ হয়, সে বিষয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছি। নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সেটিও জোর দিয়ে বলেছি। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও আমরা উল্লেখ করেছি।’
তিনি বলেন, সকল রাজনৈতিক দল যেন লেভেল প্লেয়িং ফিল্ড পায়-সেটি আমাদের দাবি। আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং এই সংবিধানের আওতায় থেকেই নির্বাচন অনুষ্ঠিত হোক-এটাই চাই।
বৈঠকে সাত সদস্যের প্রতিনিধি দল নেতৃত্বে দেন মিয়া গোলাম পরওয়ার। সদস্যরা হলেন- সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আজাদ; কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন; ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি নূরুল ইসলাম বুলবুল।
এদিকে ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়ে বিএনপির আপত্তির মধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াত।
































