নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মচারীরা
- সর্বশেষ আপডেট ০১:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 82
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আজ বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠানের সরকারি কর্মচারীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। সমাবেশে বক্তারা জানান, টানা ১০ বছর পে-স্কেল না দেওয়ায় কর্মচারীদের জীবনে চরম সংকট তৈরি হয়েছে।
সমাবেশ থেকে দাবি জানানো হয়—আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বর্তমান বেতন কাঠামো টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান অভিযোগ করেন, পে কমিশনের নামে এক দশক ধরে “প্রহসন” চলছে। তিনি প্রস্তাব করেন, নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ–সর্বনিম্ন বেতনের অনুপাত ৪:১ হওয়া উচিত।
এ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর পে-স্কেল দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও গত দশকে তা হয়নি, যা কর্মচারীদের প্রতি অবিচার। তিনি দ্রুত পরিবারের ব্যয় বিবেচনায় নিয়ে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে কর্মচারীরা সতর্ক করে বলেন—১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে তারা স্থায়ী কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হবেন।
































