নতুন সরকারে রাস্তায় কত আন্দোলন হয় দেখার অপেক্ষায়
- সর্বশেষ আপডেট ০৮:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 38
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আর এক মাস পর নতুন সরকার দায়িত্ব নিলে তখন রাস্তায় কতটা আন্দোলন হয়, তা তিনি আগ্রহ নিয়ে দেখবেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাস্তাঘাটে আন্দোলনের কারণে জনদুর্ভোগ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৬ মাসে বিভিন্ন দাবিতে রাস্তায় প্রায় দুই হাজার আন্দোলন হয়েছে। আল্লাহর রহমতে উপদেষ্টা পরিষদের মেয়াদ আর মাত্র এক মাস, এরপর কী ঘটে তা দেখার অপেক্ষায় আছেন বলেও মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যায়, কিন্তু সেই অনুপাতে সবার দায়িত্ববোধ বাড়ে না।
আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি জানান, সেদিন পত্রিকায় এমন একজনের ছবি দেখেছেন, যার একটি পা নেই এবং তিনি ক্র্যাচে ভর করে দীর্ঘ পথ হেঁটে এসেছেন।
তিনি বলেন, এসব দৃশ্য যদি আমাদের মনে না থাকে এবং ন্যূনতম নাগরিক দায়িত্ববোধ না জাগে, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।
































