রংপুরে চরমোনাই পীর
নতুন শাড়িতে পুরোনো বউ দিয়ে আর ধোঁকা দেওয়া যাবে না
- সর্বশেষ আপডেট ০৬:৫২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / 76
রংপুরে জামায়াতসহ আট দলের বিভাগীয় মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা বাংলাদেশ ও ইসলামকে ভালোবাসে এবং মানবতার কল্যাণে কাজ করে—তারা রাজপথে এসেছে। ক্ষমতাপ্রেমীদের তিনি বলেন, ‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর আমাদের ধোঁকা দেওয়া যাবে না, কারণ ধোঁকা দেওয়ার দিন শেষ।
তিনি উল্লেখ করেন, দেশের সংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারসহ লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি তাদের মৌলিক ছিল। কিন্তু ক্ষমতালোভীরা এসবের গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যেতে চেষ্টা করেছে।
মহাসমাবেশে তিনি আরও বলেন, হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন ফ্যাসিবাদমুক্ত ও স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য। আজ সেই উদ্দেশ্যকে ভুলে কেউ ক্ষমতায় যেতে পারবে না।
চরমোনাই পীর হুঁশিয়ারি দিয়ে বলেন, গুণ্ডামি ও টাকার জোরে জনতাকে থামানো যাবে না। চাঁদাবাজ-ক্ষমতালোভী ও যারা বিদেশে টাকা পাচার করছে তাদের বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে।
সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে জামায়াত, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে পাঁচ দফা দাবিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও পিআর পদ্ধতি চালুর আহ্বান জানানো হয়।
































