নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ
- সর্বশেষ আপডেট ০৬:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 42
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আরও একটি নতুন প্ল্যাটফর্ম যুক্ত হলো। নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ) নামে নতুন এ রাজনৈতিক উদ্যোগটি শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়।
পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্যকে ভিত্তি করে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। তাদের ঘোষিত মূলমন্ত্রে রয়েছে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার, পাশাপাশি প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা।
দলটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একটি অংশ এবং বিভিন্ন বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত অ্যাকটিভিস্টদের সমন্বয়ে এনপিএ গড়ে উঠেছে।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশে অন্তত ২৮টির বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

































