নতুন মামলায় গ্রেপ্তার সাবেক এমপি মমতাজ
- সর্বশেষ আপডেট ০১:২৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / 405
রাজধানীর কোতোয়ালি থানার শাওন হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।
সকাল সাড়ে ১০টায় ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে তোলা হয়। মমতাজের মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। মুখ মাস্কে ঢাকা ছিল এবং কাঠগড়ায় জামা-পায়জামা পরিহিত অবস্থায় তার মাথায় বড় আকারের ওড়না দেখা যায়। গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হওয়ার পর কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আবারও হাজতখানায় নেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন তাঁতীবাজার মোড়ে আন্দোলনে অংশ নেন শাওন মুফতি (২৩)। রাত সাড়ে ১১টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। নিহতের মা মাকসুদা বেগম গত ২৮ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন। মমতাজ ১৪ নম্বর আসামি হিসেবে যুক্ত আছেন।




































