ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বিতর্কে দীপিকা পাড়ুকোন

বিনোদন প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 92

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম সফল ও প্রতিভাবান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন- ‘ওম শান্তি ওম’ দিয়ে অভিষেকের পর থেকে একে একে চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জাওয়ানি হাই দিওয়ানী, পদ্মাবত, ছপাক, এবং জওয়ান-প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন। দেশীয় সিনেমা থেকে আন্তর্জাতিক মঞ্চ সর্বত্রই তিনি আজ এক উজ্জ্বল নাম। শক্তিশালী চরিত্র পরিশ্রম এবং পেশাদারিত্ব তাকে এনে দিয়েছে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য মুখের স্বীকৃতি।

তবুও সাম্প্রতিক ঘটনায় এই জনপ্রিয় অভিনেত্রীর নাম ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। নাগ-অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে তার নাম বাদ দেওয়া ও সিক্যুয়েল থেকে অপসারণ অনুরাগীদের একাংশের মতে এটি একেবারে অপেশাদার ও অসম্মানজনক আচরণ।

আধা ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রাখার পর থেকেই নাকি একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই নাগ-অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি-র’ সিক্যুয়াল থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। এবার আরো বড় বিতর্ক – ওই ছবির ওটিপি সংস্করণের এন্ড ক্রেডিট তালিকা থেকে বাদ পড়েছে দীপিকার নাম।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের ঝড় উঠেছে অনুরাগীদের মধ্যে।অনেকেই ছবি নির্মাতাদের অত্যন্ত অপেশাদার এবং নিম্ন রুচির বলে কটাক্ষ করেছেন।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন ঘরানার ছবি কল্কি ২৮৯৮ এডি-তে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। বাস্তব জীবনেও সে সময় মাতৃত্যের প্রত্যাশায় ছিলেন অভিনেত্রী। ছবিটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছিলেন ব্যাপকভাবে। কিন্তু সম্প্রতি ছবিটি যখন ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় দেখা যায় -ছবির শেষে অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের নাম থাকলেও দীপিকার নাম নেই। এই বিষয়টিই ক্ষুদ্ধ করেছে তার ভক্তদের।

এক ভক্তঅনুরাগী সোশ্যাল মিডিয়ায় ছবির ক্রেডিট তালিকায় ভিডিও শেয়ার করে লেখেন, ছবির শেষে নাম দেখানো কেবল আনুষ্ঠানিকতা নয় এটি একজন শিল্পীর পরিশ্রমের স্বীকৃতি ও সম্মানের প্রকাশ। অথচ দীপিকার মতো গুরুত্বপূর্ণ অভিনেত্রীর নাম বাদ দেওয়া অত্যন্ত অপেশাদার আচরণ।

আরেকজন ভক্ত লেখেন, চূড়ান্ত নিন্মরুচির পরিচয় এটা। দীপিকা ছবিতে ছিলেন প্রচারেও অংশ নিয়েছিলেন অথচ ওদের আচরণে বোঝা গেল আসল অপেশাদার কারা।

কয়েক মাস আগেই প্রযোজনা সংস্থা এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়েলে দীপিকা থাকছে না। দীর্ঘ আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবির নির্মাণের অভিজ্ঞতার পর পারস্পারিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। এমন বড় প্রোজেক্ট দায়বদ্ধতা প্রয়োজন। দীপিকার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন বিতর্কে দীপিকা পাড়ুকোন

সর্বশেষ আপডেট ০২:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বলিউডের অন্যতম সফল ও প্রতিভাবান অভিনেত্রী দীপিকা পাড়ুকোন- ‘ওম শান্তি ওম’ দিয়ে অভিষেকের পর থেকে একে একে চেন্নাই এক্সপ্রেস, ইয়ে জাওয়ানি হাই দিওয়ানী, পদ্মাবত, ছপাক, এবং জওয়ান-প্রতিটি ছবিতেই নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে গেছেন। দেশীয় সিনেমা থেকে আন্তর্জাতিক মঞ্চ সর্বত্রই তিনি আজ এক উজ্জ্বল নাম। শক্তিশালী চরিত্র পরিশ্রম এবং পেশাদারিত্ব তাকে এনে দিয়েছে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য মুখের স্বীকৃতি।

তবুও সাম্প্রতিক ঘটনায় এই জনপ্রিয় অভিনেত্রীর নাম ঘিরে নয়া বিতর্ক তৈরি হয়েছে। নাগ-অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে তার নাম বাদ দেওয়া ও সিক্যুয়েল থেকে অপসারণ অনুরাগীদের একাংশের মতে এটি একেবারে অপেশাদার ও অসম্মানজনক আচরণ।

আধা ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রাখার পর থেকেই নাকি একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিছুদিন আগেই নাগ-অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি-র’ সিক্যুয়াল থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে। এবার আরো বড় বিতর্ক – ওই ছবির ওটিপি সংস্করণের এন্ড ক্রেডিট তালিকা থেকে বাদ পড়েছে দীপিকার নাম।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের ঝড় উঠেছে অনুরাগীদের মধ্যে।অনেকেই ছবি নির্মাতাদের অত্যন্ত অপেশাদার এবং নিম্ন রুচির বলে কটাক্ষ করেছেন।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত সাইন্স ফিকশন ঘরানার ছবি কল্কি ২৮৯৮ এডি-তে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। বাস্তব জীবনেও সে সময় মাতৃত্যের প্রত্যাশায় ছিলেন অভিনেত্রী। ছবিটি মুক্তির পর প্রশংসাও কুড়িয়েছিলেন ব্যাপকভাবে। কিন্তু সম্প্রতি ছবিটি যখন ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় দেখা যায় -ছবির শেষে অন্যান্য অভিনেতা ও কলাকুশলীদের নাম থাকলেও দীপিকার নাম নেই। এই বিষয়টিই ক্ষুদ্ধ করেছে তার ভক্তদের।

এক ভক্তঅনুরাগী সোশ্যাল মিডিয়ায় ছবির ক্রেডিট তালিকায় ভিডিও শেয়ার করে লেখেন, ছবির শেষে নাম দেখানো কেবল আনুষ্ঠানিকতা নয় এটি একজন শিল্পীর পরিশ্রমের স্বীকৃতি ও সম্মানের প্রকাশ। অথচ দীপিকার মতো গুরুত্বপূর্ণ অভিনেত্রীর নাম বাদ দেওয়া অত্যন্ত অপেশাদার আচরণ।

আরেকজন ভক্ত লেখেন, চূড়ান্ত নিন্মরুচির পরিচয় এটা। দীপিকা ছবিতে ছিলেন প্রচারেও অংশ নিয়েছিলেন অথচ ওদের আচরণে বোঝা গেল আসল অপেশাদার কারা।

কয়েক মাস আগেই প্রযোজনা সংস্থা এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছিল, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি কল্কি ২৮৯৮ এডির সিক্যুয়েলে দীপিকা থাকছে না। দীর্ঘ আলোচনা শেষে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবির নির্মাণের অভিজ্ঞতার পর পারস্পারিকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। এমন বড় প্রোজেক্ট দায়বদ্ধতা প্রয়োজন। দীপিকার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।