নতুন বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান তারেক রহমানের
- সর্বশেষ আপডেট ০৫:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 71
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন বাংলাদেশ গঠনের জন্য নেতাকর্মীদের নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও জানান, ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তারেক রহমান এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে, যেখানে তাকে স্বাগত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি বলেন, “নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে একত্রে কাজ করতে হবে এবং প্রতিটি ব্যক্তি তার অবস্থান থেকে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে সহযোগিতা করতে পারে।” তিনি আরও বলেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে দলীয় কার্যালয়ের সামনে যানজট সৃষ্টি না করার আহ্বান জানান এবং সবাইকে দ্রুত সরে যাওয়ার জন্য অনুরোধ করেন।
তারেক রহমানের বক্তব্যের পর, বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনের জন্য একযোগভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এই উদ্যোগকে দলের নেতা-কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং তাঁরা আশা করছেন, আগামী দিনে তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত ও সুশৃঙ্খল দেশ হিসেবে গড়ে উঠবে।
এর আগে, বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসভবন থেকে তারেক রহমানের গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়। নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ঠেলে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে তার প্রায় আধাঘণ্টা সময় লাগে। বিকাল ৪টার দিকে তিনি কার্যালয়ের মূল ফটকে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ শীর্ষ নেতারা। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।































