নতুনবাজার ব্লকেড: লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা
- সর্বশেষ আপডেট ১২:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- / 130
বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে আন্দোলনে উত্তাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকে রাজধানীর নতুনবাজারে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের চেষ্টা চালালেও শিক্ষার্থীরা পিছু হটেননি।
শিক্ষার্থীদের অবরোধের ফলে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যৌক্তিক দাবিগুলো আদায়ের আগ পর্যন্ত সরে যাবেন না।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি: বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার করতে হবে এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে। বহিষ্কারের ঘটনায় জড়িত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি সংস্কার কমিশন গঠন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট বাতিল করতে হবে।
শিক্ষার্থীদের মতামত ও স্বার্থ উপেক্ষা করে প্রশাসনিক সিদ্ধান্ত না নেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
এদিকে পুলিশের লাঠিচার্জের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি।
অভিযুক্ত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “আমরা হঠাৎ আন্দোলনে আসিনি। দীর্ঘদিন ধরে কথা বলেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু কেউ শুনেনি। এখন আমরা রাস্তায় নেমেছি—এটাই আমাদের শেষ উপায়।
































