তীব্র তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২০ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১১:০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 9
নজিরবিহীন তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশজুড়ে অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে।
এই দুর্যোগে ১২ কোটিরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে, যেখানে তুষারপাতের কারণে সর্বোচ্চ ৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও টেনেসি, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, কানসাস ও পেনসিলভানিয়াতে মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছেন লাখ লাখ মানুষ।
শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত। এসব অঞ্চলে ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তুষারঝড়ের কবলে পড়েছেন ১১ কোটি ৮০ লাখ মানুষ।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, তুষারপাতের কারণে অনেক স্থানে ২৪ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর জমা হয়েছে। বাতিল হয়েছে ১১ হাজারের বেশি ফ্লাইট, বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া বাসিন্দাদের ঘর থেকে না বের হওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এক সতর্কবার্তায় জানিয়েছে, আগামী শনি বা রোববার আরও একটি শক্তিশালী তুষারঝড় আঘাত হানতে পারে, যাতে ১৯ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় হিমাঙ্কের নিচে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বিরাজ করতে পারে বলে সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।































