ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধোবাউড়ায় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 54

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করা হয়। এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মারাত্মক জখম হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‌‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন মারা যায়।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধোবাউড়ায় ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা

সর্বশেষ আপডেট ০১:৩৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করা হয়। এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মারাত্মক জখম হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‌‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন মারা যায়।’