ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ধুম’–‘গোলমাল’–এর জনপ্রিয় মুখ, এখন কেমন কাটছে সেই অভিনেত্রীর দিন

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 10

রিমি সেন

২০০০ দশকের শুরুর দিকে বলিউড তারকা আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের নজর কাড়েন রিমি সেন। অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’-সহ একের পর এক সফল ছবিতে নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও হঠাৎ করেই রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও আলোচনায় ফিরেছেন রিমি সেন। তবে এবার অভিনয়ের জন্য নয়, সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে। জানা গেছে, তিনি এখন পূর্ণকালীনভাবে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। দুবাইয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন তিনি, যা তাঁকে নতুনভাবে সংবাদ শিরোনামে এনেছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব। তাঁর ভাষায়, এই ইতিবাচক পরিবেশই তাঁকে প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সহায়তা করেছে।

এর আগে, প্রায় দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর কিছু ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই তাঁর চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারি করানোর গুঞ্জন ছড়ান।

এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ আমাকে নিয়ে কথা বলছে। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি—এর বাইরে কিছুই না।’

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘হয়তো আমার সাম্প্রতিক ছবিতে ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কেউ ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় কিছু ঠিক হয়নি, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়—আমি আমার চিকিৎসকদের তা জানাব।’

সব মিলিয়ে, অভিনয় জগৎ থেকে দূরে সরে গেলেও নতুন পরিচয় ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পথেই এগিয়ে চলেছেন রিমি সেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘ধুম’–‘গোলমাল’–এর জনপ্রিয় মুখ, এখন কেমন কাটছে সেই অভিনেত্রীর দিন

সর্বশেষ আপডেট ০১:৫৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

২০০০ দশকের শুরুর দিকে বলিউড তারকা আমির খানের সঙ্গে একটি জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকের নজর কাড়েন রিমি সেন। অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে পরিচিত মুখ হয়ে ওঠেন। এরপর ‘হাঙ্গামা’, ‘ধুম’, ‘গোলমাল’, ‘ফির হেরা ফেরি’, ‘জনি গাদ্দার’-সহ একের পর এক সফল ছবিতে নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাঁকে। তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও হঠাৎ করেই রুপালি পর্দা থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও আলোচনায় ফিরেছেন রিমি সেন। তবে এবার অভিনয়ের জন্য নয়, সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে। জানা গেছে, তিনি এখন পূর্ণকালীনভাবে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। দুবাইয়ে নিজের ব্যবসা গড়ে তুলেছেন তিনি, যা তাঁকে নতুনভাবে সংবাদ শিরোনামে এনেছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রিমি সেন জানান, দুবাইয়ের পরিবেশ অত্যন্ত গ্রহণযোগ্য ও ব্যবসাবান্ধব। তাঁর ভাষায়, এই ইতিবাচক পরিবেশই তাঁকে প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারে টিকে থাকতে সহায়তা করেছে।

এর আগে, প্রায় দুই বছর আগে ইনস্টাগ্রামে প্রকাশিত তাঁর কিছু ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকেই তাঁর চেহারার পরিবর্তন দেখে প্লাস্টিক সার্জারি করানোর গুঞ্জন ছড়ান।

এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিমি সেন বলেন, ‘মানুষ যদি মনে করে আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি এবং সেটা ভালোভাবে নেয়, তাহলে সেটা আমার জন্যই ভালো। প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ আমাকে নিয়ে কথা বলছে। আমি শুধু ফিলার, বোটক্স আর পিআরপি ট্রিটমেন্ট নিয়েছি—এর বাইরে কিছুই না।’

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘হয়তো আমার সাম্প্রতিক ছবিতে ত্বক ভালো দেখাচ্ছিল। এসব ট্রিটমেন্ট আর শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের মাধ্যমে যে কেউ ভালো দেখাতে পারে। যদি কারও মনে হয় কিছু ঠিক হয়নি, তাহলে তারা বলুক কীভাবে ঠিক করা যায়—আমি আমার চিকিৎসকদের তা জানাব।’

সব মিলিয়ে, অভিনয় জগৎ থেকে দূরে সরে গেলেও নতুন পরিচয় ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পথেই এগিয়ে চলেছেন রিমি সেন।