ধামরাইয়ে জমি বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
- সর্বশেষ আপডেট ০৯:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 123
ঢাকার ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাকিল হোসেন (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সিংশ্রী বাজার সংলগ্ন দক্ষিণ খাগাইল গ্রামে এ হামলার শিকার হন তিনি।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়। নিহত শাকিল দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় মুকুল, রুবেল, স্বপনসহ কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার রাত ১০টার দিকে শাকিল স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের বাড়িতে পূজামণ্ডপ দেখে ফেরার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর জখম হন। শাকিলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে আহত শাকিলকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মামা সোহরাব হোসেন বাদী হয়ে ধামরাই থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, জমি বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

































