ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার রিকশাচালক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 170

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার রিকশাচালক কারাগারে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে যাওয়া রিকশাচালক আজিজুর রহমান এখন কারাগারে। তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজিজুরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে আবেদন করে জানান, প্রত্যক্ষদর্শী সাক্ষী ও মামলার বাদীর জবানবন্দিতে আজিজুরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা জরুরি।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

এর আগের দিন, শুক্রবার (১৫ আগস্ট) আজিজুর রহমান ৪০০ টাকার ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন। পরে ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার রিকশাচালক কারাগারে

সর্বশেষ আপডেট ০৮:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে যাওয়া রিকশাচালক আজিজুর রহমান এখন কারাগারে। তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জেনিফার জেরিন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজিজুরের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান আদালতে আবেদন করে জানান, প্রত্যক্ষদর্শী সাক্ষী ও মামলার বাদীর জবানবন্দিতে আজিজুরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা জরুরি।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

এর আগের দিন, শুক্রবার (১৫ আগস্ট) আজিজুর রহমান ৪০০ টাকার ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন। পরে ঘটনাস্থল থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।