শিরোনাম
যৌন হয়রানির লিখিত অভিযোগ
ধানমন্ডিতে নারী গণমাধ্যমকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:২৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 186
ধানমন্ডিতে এক গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত স্বর্ণময়ী বিশ্বাস (২৬) অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতেন।
শনিবার সন্ধ্যার দিকে ধানমন্ডির বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। সহকর্মীদের বরাতে জানা গেছে, এর আগের দিনও তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সহকর্মীরা জানান, স্বর্ণময়ী সম্প্রতি কর্মক্ষেত্রে এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন। তবে অভিযুক্তকে শাস্তি না দিয়ে পুনর্বহাল করা হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাটি তাকে মানসিকভাবে ভেঙে দেয় বলে ধারণা সহকর্মীদের।
পরে তাকে উদ্ধার করে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

































