ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 140
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠানস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, সম্প্রতি মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ইসলাম অবমাননার অভিযোগে ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোরে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”

































