সালাউদ্দিন আহমেদ
ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি
- সর্বশেষ আপডেট ১১:৪১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 117
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলটি কখনোই ধর্মের নামে বিভাজন বা রাজনীতিকে ব্যবহার করতে চায় না। তার দাবি—নির্বাচনে আওয়ামী লীগের ভোটব্যাংক ধরে রাখতে একটি দল ইচ্ছাকৃতভাবে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে।
শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ষষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, একাত্তরের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে যারা নিজস্ব ব্যবসা বানাতে চেয়েছিল, তারা আজ ব্যর্থতার মুখে দাঁড়িয়ে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করা দেশের জন্য ক্ষতিকর ছিল বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতের সহিংসতা, দুর্নীতি ও অনিয়মের কথা স্মরণ রাখার আহ্বান জানান। তার মতে, জনগণ এসব ইতিহাস ভুলে গেলে রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দলটি আবেগ নয়, সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে চায়। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কেবল কয়েক সপ্তাহের আন্দোলনের ফল নয়—এটি দীর্ঘ ১৫ বছরের বেশি সময়ের ধারাবাহিক সংগ্রামের পরিণতি।
নির্বাচনী তফসিল ঘোষণাকে তিনি মিশ্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপট হিসেবে দেখেন। তার ভাষায়, অনেকেই মানসিকভাবে ভারাক্রান্ত হলেও পরিস্থিতির কারণে তফসিলকে মেনে নিতে বাধ্য হয়েছে।
































