ধর্মপাশায় ৪ কেজি গাঁজাসহ মামা-ভাগ্নি আটক
- সর্বশেষ আপডেট ০৮:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 72
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে ৪ কেজি গাঁজাসহ এক মামা-ভাগ্নিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) ভোরে সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিকেলে পুলিশ বিষয়টি নিশ্চিত করে।
আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ওরফে হানিফ (২২) এবং আখাউড়া উপজেলার আবুল কাশেমের মেয়ে মোছা. সাদিয়া আক্তার (২০)। পুলিশ জানিয়েছে, তারা সম্পর্কে মামা-ভাগ্নি এবং দু’জনের বিরুদ্ধেই পূর্বে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, কাজল ও সাদিয়া বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে ধর্মপাশাসহ আশপাশের এলাকায় সরবরাহ করতেন। গোপন তথ্যের ভিত্তিতে ভোররাতে দৌলতপুর এলাকায় অভিযান চালানো হলে কাজলের কাঁধে থাকা নেভি ব্লু রঙের স্কুলব্যাগে তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, “অতীতে তাদের বিরুদ্ধে মাদক মামলা ছিল। এবারও গাঁজাসহ আটক করা হয়েছে।” তিনি আরও জানান, দুপুরে তাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


































