দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, প্রথম স্ত্রীর ঘরে আগুন দিল স্বামী
- সর্বশেষ আপডেট ১২:২৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / 56
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উত্তর ঘোড়ামারা গ্রামে ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অভিযোগ উঠেছে, দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে স্বামী নিজেই আগুন লাগিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী সোনিয়া বেগম জানান, কয়েক মাস আগে তার স্বামী ওমর ফারুক খবির (৩৮) অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা হলেও পরে ফারুক গোপনে ওই নারীকে বিয়ে করে সোনিয়াকে তালাক দেন।
তবুও সোনিয়া সন্তানদের নিয়ে আগের বাড়িতেই বসবাস করছিলেন। তিনি বলেন, “ওমর ফারুক প্রায়ই হুমকি দিত যে আমাকে শান্তিতে থাকতে দেবে না, এমনকি আগুনে পুড়িয়ে মারার কথাও বলেছিল। ঘটনার রাতে আমি ভাগ্যক্রমে বোনের বাড়িতে ছিলাম, তাই বেঁচে গেছি।”
স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখা দিলে তারা দ্রুত পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ সব কিছু পুড়ে যায়।
সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরেই আগুন লাগানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”

































