মিরপুর টেস্ট
দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- সর্বশেষ আপডেট ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 159
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ শক্তিশালী অবস্থান নিয়েছে। দ্বিতীয় দিনের শেষে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে, ফলে বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে আছে। এই ব্যবধান আয়ারল্যান্ডকে ফলোঅনের আশঙ্কায় ফেলেছে।
ইনিংসের শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা ভালো পারফরম্যান্স দেখান। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির উদ্বোধনী জুটিতে ৪১ রান আসে। স্টার্লিংকে এলবিডব্লু করেন খালেদ আহমেদ এবং বালবির্নি (২১) আউট হন হাসান মুরাদের ঘূর্ণি বলে। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লু করেন মেহেদী হাসান মিরাজ।
পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর (১৪) আউট হন, উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৯৪ রানে ৫ উইকেট হারায় আয়ারল্যান্ড।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৬ রান সংগ্রহ করা হয়। মুশফিকুর রহিম ১০৬ রান করেন, লিটন দাস ১২৮ রানের ইনিংস খেলেন এবং তার পঞ্চম শতক তুলে নেন। মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে লিটন ৪৩৩ রানে ৭ উইকেট হারানোর পর আউট হন। হাসান মুরাদ ও এবাদত হোসেনের অবদানের পর বাংলাদেশের ইনিংস ৪৭৬ রানে শেষ হয়।
































