ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 113

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজে টিকে থাকতে লিটন দাসদের সামনে এখন জয়ের কোনো বিকল্প নেই।

প্রথম ম্যাচে ব্যর্থ ব্যাটারদের নিয়ে টিম হোটেলে মানসিক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অন্যদিকে, সিরিজে এগিয়ে থাকা ক্যারিবীয়রা মঙ্গলবারও সাগরিকায় অনুশীলন করেছে। ছয়জন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দ্বিতীয় ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন।

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে, আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দলের পরিকল্পনায় থাকতে পারে তিন স্পিনার ও দুই পেসারের সমন্বয়ে নতুন বোলিং কম্বিনেশন। বিশ্রাম দেওয়া হতে পারে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে, তার বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। এ ছাড়া শামীম পাটোয়ারীর জায়গায় ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে জাকের আলীকে।

অন্যদিকে, প্রথম ম্যাচের জয় পাওয়া কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পরিবর্তনের আভাস

সর্বশেষ আপডেট ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজে টিকে থাকতে লিটন দাসদের সামনে এখন জয়ের কোনো বিকল্প নেই।

প্রথম ম্যাচে ব্যর্থ ব্যাটারদের নিয়ে টিম হোটেলে মানসিক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অন্যদিকে, সিরিজে এগিয়ে থাকা ক্যারিবীয়রা মঙ্গলবারও সাগরিকায় অনুশীলন করেছে। ছয়জন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দ্বিতীয় ম্যাচের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন।

এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজ ১০টিতে, আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দলের পরিকল্পনায় থাকতে পারে তিন স্পিনার ও দুই পেসারের সমন্বয়ে নতুন বোলিং কম্বিনেশন। বিশ্রাম দেওয়া হতে পারে অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে, তার বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। এ ছাড়া শামীম পাটোয়ারীর জায়গায় ব্যাটিং অর্ডারে দেখা যেতে পারে জাকের আলীকে।

অন্যদিকে, প্রথম ম্যাচের জয় পাওয়া কম্বিনেশন ধরে রাখার ইঙ্গিত দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।