ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
  • সর্বশেষ আপডেট ০৯:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / 101

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের বাথানের ১১টি মহিষের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার মাঠের পদ্মার চরে এ ঘটনা ঘটে। এতে দুই কৃষকের প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর উত্তরপাড় এলাকার চরে মহিষ নিয়ে বাথানে অবস্থান করছিলেন রাখালরা। এমন সময় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় এক বজ্রপাত আঘাত হানলে বাংলাবাজার-খারিজারথাক এলাকার মহিষ বাথান মালিক নবীর উদ্দিনের ১০টি এবং একই এলাকার এলাহী ঢালির ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়া মহিষগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে জানা যায়।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহামুদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, মহিষ মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। সরকারিভাবে কোনো সহায়তা বা বরাদ্দ এলে তা দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দৌলতপুরে বজ্রপাতে ১১ মহিষের মৃত্যু

সর্বশেষ আপডেট ০৯:০৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে দুই কৃষকের বাথানের ১১টি মহিষের মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) ভোর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার মাঠের পদ্মার চরে এ ঘটনা ঘটে। এতে দুই কৃষকের প্রায় ২৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর উত্তরপাড় এলাকার চরে মহিষ নিয়ে বাথানে অবস্থান করছিলেন রাখালরা। এমন সময় মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় এক বজ্রপাত আঘাত হানলে বাংলাবাজার-খারিজারথাক এলাকার মহিষ বাথান মালিক নবীর উদ্দিনের ১০টি এবং একই এলাকার এলাহী ঢালির ১টি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। মারা যাওয়া মহিষগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে জানা যায়।

দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহামুদুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। দুই কৃষকের ১১টি মহিষ বজ্রপাতে মারা গেছে। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, মহিষ মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। সরকারিভাবে কোনো সহায়তা বা বরাদ্দ এলে তা দ্রুতই ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে।