ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 48

আমির খসরু মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। শনিবার রাজধানীর বনানীতে এক মতবিনিময়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে চলছে।

তিনি উল্লেখ করেন, ডা. জোবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

খালেদা জিয়ার বিদেশযাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, সবকিছুই নির্ভর করছে তাঁর স্বাস্থ্যের ওপর। চিকিৎসকদের মূল্যায়ন ও সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। তিনি আরও জানান, খুব দ্রুতই জোটবদ্ধ রাজনৈতিক দলের প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রা বিষয়ে আপডেট দিয়েছেন তাঁর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি জানান, মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাঁকে লন্ডনে নিয়ে যাবে। কাতার কর্তৃপক্ষই পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে এবং জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও তাদের পক্ষ থেকেই করা হয়েছে।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, যিনি সম্প্রতি লন্ডন থেকে ঢাকায় এসেছেন মায়ের উন্নত চিকিৎসার প্রস্তুতি চূড়ান্ত করতে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে ফিরবেন তারেক রহমান, তার নেতৃত্বেই নির্বাচনে যাবে বিএনপি

সর্বশেষ আপডেট ০২:১৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন এবং তাঁর নেতৃত্বেই বিএনপি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। শনিবার রাজধানীর বনানীতে এক মতবিনিময়ে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে চলছে।

তিনি উল্লেখ করেন, ডা. জোবাইদা রহমান রাজনীতিতে যুক্ত হবেন কি না, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

খালেদা জিয়ার বিদেশযাত্রা প্রসঙ্গে আমীর খসরু বলেন, সবকিছুই নির্ভর করছে তাঁর স্বাস্থ্যের ওপর। চিকিৎসকদের মূল্যায়ন ও সিদ্ধান্তই এখানে চূড়ান্ত। তিনি আরও জানান, খুব দ্রুতই জোটবদ্ধ রাজনৈতিক দলের প্রার্থীতা চূড়ান্ত করা হবে।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশযাত্রা বিষয়ে আপডেট দিয়েছেন তাঁর উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি জানান, মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে তাঁকে লন্ডনে নিয়ে যাবে। কাতার কর্তৃপক্ষই পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে এবং জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও তাদের পক্ষ থেকেই করা হয়েছে।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। বোর্ডের সদস্য হিসেবে আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, যিনি সম্প্রতি লন্ডন থেকে ঢাকায় এসেছেন মায়ের উন্নত চিকিৎসার প্রস্তুতি চূড়ান্ত করতে।