ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে প্রায় ৩৫ লাখ শিশুশ্রমিক, ১০ লাখ ঝুঁকিপূর্ণ পেশায়

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 119

উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন (ফাইল ফটো)

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমের সঙ্গে জড়িত রয়েছে, যার মধ্যে অন্তত ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করছে—এমন তথ্য দিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

বুধবার, ১৮ জুন ২০২৫ দুপুরে সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

শ্রম উপদেষ্টা জানান, শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে শিশু শ্রমিকদের সংজ্ঞা পুনর্বিন্যাসের কাজ চলছে। এতে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে শিশুদের শ্রমে যুক্ত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হবে।

তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনের কাজও চলমান রয়েছে। আশা করছি, আগামী নভেম্বরের মধ্যেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা সম্ভব হবে।”

শিশুশ্রম নির্মূল এবং শিশুদের অধিকার সুরক্ষায় সমাজের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সংস্থা ও শিশু অধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে প্রায় ৩৫ লাখ শিশুশ্রমিক, ১০ লাখ ঝুঁকিপূর্ণ পেশায়

সর্বশেষ আপডেট ০৫:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

বাংলাদেশে বর্তমানে প্রায় ৩৫ লাখ শিশু শ্রমের সঙ্গে জড়িত রয়েছে, যার মধ্যে অন্তত ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করছে—এমন তথ্য দিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন

বুধবার, ১৮ জুন ২০২৫ দুপুরে সচিবালয়ে বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

শ্রম উপদেষ্টা জানান, শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে শিশু শ্রমিকদের সংজ্ঞা পুনর্বিন্যাসের কাজ চলছে। এতে নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করে শিশুদের শ্রমে যুক্ত হওয়ার বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হবে।

তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনের কাজও চলমান রয়েছে। আশা করছি, আগামী নভেম্বরের মধ্যেই সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা সম্ভব হবে।”

শিশুশ্রম নির্মূল এবং শিশুদের অধিকার সুরক্ষায় সমাজের সব অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্ব শিশুশ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সংস্থা ও শিশু অধিকারকর্মীরাও উপস্থিত ছিলেন।