ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে জঙ্গিবাদ আগের তুলনায় অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 40

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জঙ্গিবাদ ও চরমপন্থি আগের তুলনায় অনেক কমে গেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি জানান, জঙ্গিবাদ প্রায় শূন্যের কোটায় নেমেছে, তবে ফ্যাসিস্ট জঙ্গি এখনও অন্যান্য দেশে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি আনা হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশের কাছে থাকা লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হবে না এবং সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা হওয়া অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে কোনো সহিংসতা ঘটাতে না পারে।

পুলিশের মধ্যে ভয় রয়েছে এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, পুলিশ উদ্যম ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে।

পুলিশ কমিশন আইন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আইনটি জনগণের স্বার্থে তৈরি করা হয়েছে, যাতে জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলা যায়। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের সেবক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে জঙ্গিবাদ আগের তুলনায় অনেক কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ আপডেট ০৫:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জঙ্গিবাদ ও চরমপন্থি আগের তুলনায় অনেক কমে গেছে।

রোববার (১৮ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি জানান, জঙ্গিবাদ প্রায় শূন্যের কোটায় নেমেছে, তবে ফ্যাসিস্ট জঙ্গি এখনও অন্যান্য দেশে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি আনা হবে।

তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশের কাছে থাকা লুট হওয়া অস্ত্র ব্যবহার করা হবে না এবং সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা হওয়া অস্ত্র নিয়মিত উদ্ধার করা হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সব আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে কোনো সহিংসতা ঘটাতে না পারে।

পুলিশের মধ্যে ভয় রয়েছে এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, পুলিশ উদ্যম ও পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে।

পুলিশ কমিশন আইন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আইনটি জনগণের স্বার্থে তৈরি করা হয়েছে, যাতে জনবান্ধব পুলিশ ব্যবস্থা গড়ে তোলা যায়। পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, তারা জনগণের সেবক।