শিরোনাম
দেশে আবারও করোনা ভাইরাসে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৭:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / 602
দীর্ঘদিন পর দেশে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টার তথ্য আপডেটে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গড় ২৪ ঘণ্টায় ২১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজন করোনা রোগী সুস্থ হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৯ হাজার ৫০০ জন মারা গেছে। ২৪ ঘণ্টায় মৃত একজন পুরুষ, তার বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
































