ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে অরাজকতার পাঁয়তারা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 67

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, গণতন্ত্রকামী দলগুলো এবং জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে এবং তাদের মূল লক্ষ্য জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে আঘাত করা। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী নন তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন এবং বিভিন্ন প্রক্রিয়ার নামে ভোট প্রক্রিয়া বানচালের চেষ্টা করছেন।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় যুগ ধরে যুব সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তরুণরা তা ক্ষমা করবে না।

এ্যাব নেতাদের উদ্দেশে রিজভী বলেন, দেশের সেরা মেধাবীরাই বুয়েটে পড়াশোনা করেন। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের পুনর্গঠনে কাজে লাগানো হবে। বিএনপি তাঁদের মতামতকে গুরুত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশে অরাজকতার পাঁয়তারা চলছে: রিজভী

সর্বশেষ আপডেট ০৪:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, গণতন্ত্রকামী দলগুলো এবং জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয় রয়েছে এবং তাদের মূল লক্ষ্য জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে আঘাত করা। তিনি অভিযোগ করেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী নন তারা নির্বাচন নিয়ে টালবাহানা করছেন এবং বিভিন্ন প্রক্রিয়ার নামে ভোট প্রক্রিয়া বানচালের চেষ্টা করছেন।

তরুণদের প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় যুগ ধরে যুব সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে তরুণরা তা ক্ষমা করবে না।

এ্যাব নেতাদের উদ্দেশে রিজভী বলেন, দেশের সেরা মেধাবীরাই বুয়েটে পড়াশোনা করেন। তাঁদের অভিজ্ঞতা ও দক্ষতা দেশের পুনর্গঠনে কাজে লাগানো হবে। বিএনপি তাঁদের মতামতকে গুরুত্ব দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় এ্যাবের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।