দেশের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দেবে
- সর্বশেষ আপডেট ০৮:২৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / 161
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ও গণতন্ত্রের স্বার্থে বিএনপি যে কোনো বিষয়ে ছাড় দিতে প্রস্তুত, তবে দলের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
বুধবার (২ জুলাই) পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “দলের সুনাম রক্ষা করতে হবে যেকোনো মূল্যে। কেউ দলকে ক্ষতিগ্রস্ত করলে তাকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। আমাদের লক্ষ্য—জনগণের অধিকার প্রতিষ্ঠা করা এবং একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা। যে ১২ কোটি ৫০ লাখ ভোটার থাকবে, তাদের যেন ব্যালটের মাধ্যমে মতামত দেওয়ার সুযোগ থাকে, সেই ব্যবস্থাকে কেউ যেন ভাঙচুর করতে না পারে।”
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনি যদি বিএনপির কর্মী বা নেতা হন, জনগণের কাছে আপনার একটি পরিচিতি, প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশা রক্ষা করতে হবে। জনগণের সঙ্গে থাকুন, তাদের কথা শুনুন, তাদের আস্থা অর্জন করুন।”
তিনি দাবি করেন, রাষ্ট্রের যৌক্তিক সংস্কারের প্রথম প্রস্তাব বিএনপি দিয়েছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে বারবার ছাড় দিয়ে এসেছে। “আমরা যদি ছাড় না দিতাম, তাহলে অন্যরা এতটা আত্মবিশ্বাসী হতো না,”—বললেন তারেক রহমান।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশ যখনই সংকটে পড়েছে, বিএনপি তখনই দায়িত্বশীল ভূমিকায় ছিল। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিএনপিই দেশের শৃঙ্খলা ধরে রেখেছিল।”
দলের ভেতরেও গণতন্ত্র চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা ভিন্নমতের কদর করি। সমাধান খুঁজি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।”
পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
































