দেশেই চলবে খালেদা জিয়ার চিকিৎসা
- সর্বশেষ আপডেট ০২:৫২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / 51
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর হাসপাতালে ভর্তি আছেন। ২৭ নভেম্বর অবস্থার অবনতি ঘটলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর শারীরিক পরিস্থিতিতে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই, তাই সিসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা পরিচালনা করছে। পাশাপাশি প্রতিদিন হাসপাতালে উপস্থিত থেকে সার্বিক খোঁজখবর নিচ্ছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার কিডনির নিয়মিত ডায়ালাইসিস চলছে। ডায়াবেটিস, লিভার, ফুসফুস ও কিডনি–সংক্রান্ত জটিলতাগুলো আগের অবস্থায়ই রয়েছে। সামগ্রিকভাবে তাঁর শারীরিক সক্ষমতা এখনো স্থিতিশীল পর্যায়ে পৌঁছায়নি।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, “ম্যাডামের শারীরিক পরিস্থিতি আগের মতোই রয়েছে।” দলের একজন চিকিৎসকও বলেছেন, এখনো উন্নতির মতো কোনো পরিবর্তন হয়নি, চিকিৎসা চলছে এবং দোয়া চেয়েছেন তাঁকে সুস্থতার জন্য।
একাধিক দলের সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বর্তমানে আন্তর্জাতিক ভ্রমণের উপযোগী নয়। ফলে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তাঁর ‘ফ্লাই করার’ উপযুক্ত অবস্থা না থাকায় তিনবার নির্ধারিত যাত্রার তারিখ পিছিয়ে দিতে হয়েছে।
এ বি এম আব্দুস সাত্তার বলেন, “উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার যে প্রাথমিক সিদ্ধান্ত ছিল, তা এখন স্থগিত। দেশে বসেই চিকিৎসা অব্যাহত থাকবে। পরবর্তীতে যদি পরিস্থিতির উন্নতি হয়, তখন লন্ডনে নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।”































