ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০২:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 98

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী ও সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই তারা এই কর্মসূচি শুরু করেছে। বক্তাদের অভিযোগ, ‘যদি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তাহলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’ তাঁরা আরও বলেন, প্রয়োজনে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচিও নিতে বাধ্য হবেন।

বক্তারা দাবি করেন, পিয়াসকে তুলে নেওয়ার ঘটনাটি ব্যবসায়ী মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ‘দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে, যতক্ষণ পর্যন্ত পিয়াস নিরাপদে ফিরে না আসেন।’

মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাইয়েদ পিয়াসকে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন। তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে মিরপুর-১-এর বাসা থেকে তাঁকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ, এবং তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

এমবিসিবির দাবি, তাদের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা পিয়াসকে দ্রুত ফিরিয়ে না দিলে তারা আরও কঠোর অবস্থান গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এ ঘটনার পর পুরো সেক্টরে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের কাছে তারা স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা

সর্বশেষ আপডেট ০২:২৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) সারা দেশে সব মোবাইল ফোন বিক্রির দোকান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, সুমাশটেকের প্রধান নির্বাহী ও সংগঠনের সেক্রেটারি আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদেই তারা এই কর্মসূচি শুরু করেছে। বক্তাদের অভিযোগ, ‘যদি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দেওয়া হয়, তাহলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন।’ তাঁরা আরও বলেন, প্রয়োজনে দেশ অচল করে দেওয়ার মতো কর্মসূচিও নিতে বাধ্য হবেন।

বক্তারা দাবি করেন, পিয়াসকে তুলে নেওয়ার ঘটনাটি ব্যবসায়ী মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ‘দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান বন্ধ থাকবে, যতক্ষণ পর্যন্ত পিয়াস নিরাপদে ফিরে না আসেন।’

মঙ্গলবার গভীর রাতে সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাইয়েদ পিয়াসকে ডিবি নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন। তাঁর স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে মিরপুর-১-এর বাসা থেকে তাঁকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ, এবং তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

এমবিসিবির দাবি, তাদের সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকা পিয়াসকে দ্রুত ফিরিয়ে না দিলে তারা আরও কঠোর অবস্থান গ্রহণ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এ ঘটনার পর পুরো সেক্টরে অস্থিরতা তৈরি হয়েছে এবং সরকারের কাছে তারা স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন।