দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০১:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 94
ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ছবি: বাংলা অ্যাফেয়ার্স
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করে নতুনভাবে গড়ার কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ৪৭ বছর ধরে বিএনপি লড়াই-সংগ্রাম করে আসছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে আরও শক্তিশালী করব। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা ও ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি দিতে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।”
তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত নতুন নেতৃত্ব স্থানীয় সংগঠনকে আরও সুসংগঠিত করবে এবং ঠাকুরগাঁওকে সমৃদ্ধ জেলায় পরিণত করতে কাজ করবে।
মির্জা ফখরুল আরও বলেন, “বিএনপিই প্রথম একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে। দীর্ঘদিনের সংগ্রাম ও লড়াইকে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।”
তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরেও বিএনপি গণতন্ত্রের পথ থেকে সরেনি। দেশের রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে নতুনভাবে গড়ে তুলতেই ৩১ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, দীর্ঘ আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে শুরু হয়েছে ঠাকুরগাঁও জেলা বিএনপির এ সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন।































