ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 110

এয়ার অ্যাম্বুল্যান্স নিয়ে অনিশ্চয়তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির কাতার থেকে উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং নতুন সময় পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমির ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছেন। বিমানটিতে জরুরি চিকিৎসার সব সুবিধার পাশাপাশি অপারেশন থিয়েটারও রয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল এবং ভোরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি ছিল। তবে কারিগরি জটিলতার কারণে পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তিনি আরও জানান, যাত্রার সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং খালেদা জিয়ার সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম থাকবে।

মহাসচিব আশা প্রকাশ করে বলেন, বেগম জিয়া যেন নিরাপদে বিদেশ যেতে পারেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন—এমনটাই সবাই প্রার্থনা করছেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে লন্ডনের একটি উন্নত হাসপাতালে তাঁকে নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তারা জানান, দেশজুড়ে মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

দেরি হতে পারে খালেদা জিয়ার লন্ডন যাত্রা

সর্বশেষ আপডেট ০৭:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে কাতার থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। বিষয়টি দলের পক্ষ থেকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, যান্ত্রিক সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্সটির কাতার থেকে উড্ডয়ন বিলম্বিত হয়েছে এবং নতুন সময় পরে জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমির ব্যক্তিগত উদ্যোগে সর্বাধুনিক সুবিধাসম্পন্ন একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছেন। বিমানটিতে জরুরি চিকিৎসার সব সুবিধার পাশাপাশি অপারেশন থিয়েটারও রয়েছে।

মির্জা ফখরুল বলেন, রাতের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল এবং ভোরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি ছিল। তবে কারিগরি জটিলতার কারণে পরিকল্পনায় পরিবর্তন এসেছে। তিনি আরও জানান, যাত্রার সব প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছে এবং খালেদা জিয়ার সঙ্গে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম থাকবে।

মহাসচিব আশা প্রকাশ করে বলেন, বেগম জিয়া যেন নিরাপদে বিদেশ যেতে পারেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন—এমনটাই সবাই প্রার্থনা করছেন।

দলের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে লন্ডনের একটি উন্নত হাসপাতালে তাঁকে নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন এবং তারা জানান, দেশজুড়ে মানুষ খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করছেন।