ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দেড়যুগ পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

ক্রীড়া ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 90

দেড়যুগ পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

দ্বিতীয় দিন শেষে কলকাতা টেস্টের নিয়ন্ত্রন ভারতের হাতে। তবে দক্ষিণ আফ্রিকার স্পিনার ও অধিনায়ক টেম্বা বাভুমার দৃঢ়তায় স্বাগতিকদের ৩০ রানে হারিয়েছে সফরকারীরা। এতে ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা।

জসপ্রীত বুমরাহর বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয় দক্ষিন আফ্রিকা। জবাবে ১৮৯ রান করে ভারত। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে ১৫৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক বাভুমা। ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া করবিন বোচ করেন ২৫ রান। জাদেজা নেন ৪টি উইকেট।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪ রানের। এই রান তাড়া করতে নেমে প্রোটিয়া স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের টপ অর্ডার। দলীয় ৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

লোকেশ রাহুন ১, ধ্রুব জুরেল ১৩, ঋঝভ পন্থ ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জয়সওয়াল। শুরুর এই ধাক্কা আর সামাল দিতে পারেনি ভারত। মাঝে কিছুটা লড়াই করেছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ন ভারত। এতেই ৩০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। সুন্দর ৩১ ও অক্ষর করেন ২৬ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সিমন হারমার নেন ৪টি উইকেট।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দেড়যুগ পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়

সর্বশেষ আপডেট ০৩:১৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

দ্বিতীয় দিন শেষে কলকাতা টেস্টের নিয়ন্ত্রন ভারতের হাতে। তবে দক্ষিণ আফ্রিকার স্পিনার ও অধিনায়ক টেম্বা বাভুমার দৃঢ়তায় স্বাগতিকদের ৩০ রানে হারিয়েছে সফরকারীরা। এতে ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো প্রোটিয়ারা।

জসপ্রীত বুমরাহর বোলিং তোপে প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয় দক্ষিন আফ্রিকা। জবাবে ১৮৯ রান করে ভারত। এতে ৩০ রানের লিড পায় স্বাগতিকরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে ১৫৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

দলের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক বাভুমা। ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া করবিন বোচ করেন ২৫ রান। জাদেজা নেন ৪টি উইকেট।

জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪ রানের। এই রান তাড়া করতে নেমে প্রোটিয়া স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের টপ অর্ডার। দলীয় ৩৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত।

লোকেশ রাহুন ১, ধ্রুব জুরেল ১৩, ঋঝভ পন্থ ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান জয়সওয়াল। শুরুর এই ধাক্কা আর সামাল দিতে পারেনি ভারত। মাঝে কিছুটা লড়াই করেছেন ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৫ ওভারে মাত্র ৯৩ রানে অলআউট হয়ন ভারত। এতেই ৩০ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা। সুন্দর ৩১ ও অক্ষর করেন ২৬ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সিমন হারমার নেন ৪টি উইকেট।