দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
- সর্বশেষ আপডেট ০৬:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / 4
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেকার সমস্যা সমাধানসহ কর্মসংস্থানের ব্যবস্থা করে দুর্নীতি ও মাদকমুক্ত দেশ গড়াই দলের লক্ষ্য। মঙ্গলবার বিকাল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, বিএনপির নেতৃত্বে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা অভিজ্ঞতার সঙ্গে স্থিতিশীল রাখা সম্ভব। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশ অগ্রসর হবে এবং সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করবে। নারী, পুরুষ ও শিশুদের ঘরে ঘরে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।
সমাবেশে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মিছিল এবং বাসে অংশগ্রহণ করে। সার্কিট হাউস মাঠ পুরোপুরি দর্শক সমৃদ্ধ ছিল।
ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষ প্রার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন। পাশাপাশি জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের প্রার্থীরাও সভায় যোগ দেন।
এ অনুষ্ঠান ২০০৩ সালের পর ২২ বছর পরে তারেক রহমানের ময়মনসিংহ সফরের মধ্য দিয়ে সংগঠিত হয়েছে।






























